পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের ওষুধ
‘বাংলাদেশ নিয়ে শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম’
550 BRTC buses plying in Dhaka will be added to the Eid service
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাইকেল র্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র্যালীসহ নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের আয়োজনে ও ন্যাশনাল ডক্টর ফোরাম এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এসময় নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে মহানগর জামায়াত ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন ইউনিটে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করছে।
ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবার জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন ও বাত-ব্যথা বিভাগ, সার্জারি বিভাগ, গাইনোকলোজি ও প্রসূতি বিভাগ, শিশু বিভাগ, হৃদরোগ বিভাগ, ডায়াবেটিক বিভাগ, চর্ম ও যৌনরোগ বিভাগ, নাক, কান ও গলা বিভাগ, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগে বিনামূল্যে রোগী দেখা ও ঔষধ বিতরন করা হয়। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২ টা পযর্ন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর সময় থাকলেও রোগীর চাপ থাকায় দুপুর পযর্ন্ত রোগী দেখা হয়। ডাক্তার বাবার আরো জানান, জাতীয় দিবস সমূহ, বন্যা দূর্গত এলাকাসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে, দুর্যোগে অসহায় নিপীড়িত মানুষের পাশে কাজ করে এনডিএফ।
উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আজ আমাদের বিজয় দিবস। আমাদের আনন্দ আছে, বেদনাও আছে। এ দুটোকে সামনে রেখে অসহায় মানুষদের কাছে পৌছানোর জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের কল্যানের জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। যারা ডাক্তারের কাছে যেতে পারেনা, চিকিৎসা করাতে পারেনা, আমরা এসব অসহায় মানুষদের মাইকিং করে এখানে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য দাওয়াত দিয়েছি। তিনি আরো বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পযর্ন্ত যারা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন আত্ন ত্যাগ দিলেন আমরা সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের যেন শহীদ হিসেবে কবুল করেন।