ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একইসাথে ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে বলেও জানানো হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, উপসচিব থেকে শুরু করে যুগ্মসচিব পর্যন্ত পরীক্ষা দিয়ে পদোন্নতি পেতে হবে। পরীক্ষায় যে ক্যাডার ভালো করবেন তারাই হবেন প্রধান। এটা হলে ক্যাডার বৈষম্য কমবে বলে মনে করেন সংস্কার কমিশন।
১৭ বছরে সাগরকন্যা ইয়ুথ সোসাইটির মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা
Pakistani kills friend over orange juice during iftar
Freedom award 10 eminent persons
কমিশন প্রধান আরও জানান, ২৬ ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডার বাদে ২৫ ক্যাডার থেকে স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডার বাদ দেয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান জানান, আমরা সারা দেশের ম্যাপ দেখে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করেছি। সরকার যদি মনে করে, ১০টি বিভাগ করে দেবে।