মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী আসছে এবার রূপালি পর্দায়। তার জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামে সিনেমা বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। আগামী বছরের ১৬ মে ছবিটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করেছেন নির্মাতা। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মওলানা ভাসানী সাহেবকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’
জাতীয় Read more from
চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২।
চট্টগ্রাম কাপ্তাইয়ের প্রথম ‘লেডি বাইকার’ নিতু।
পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সচেতনতামুলক র্যালি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
মওলানা ভাসানীকে নিয়ে এখন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেও দেড় যুগের বেশি সময় ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন সৈয়দ অহিদুজ্জামান। ২০০৬ সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা ‘নাচোলের রানী’। এতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী, কৃষকনেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প। সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা। কাউকে না জানিয়ে নিজেই মওলানা ভাসানীকে নিয়ে করে গেছেন গবেষণা।
কেন এই সময়ে ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত- এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘মওলানা ভাসানীর জীবনের ব্যাপ্তি অনেক গভীর। ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন প্রত্যক্ষভাবে। তাকে নিয়ে সিনেমা বানাতে অনেক গবেষণার প্রয়োজন। এ ছাড়া ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর এখনই মোক্ষম সময়। এত দিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল তাকে। শঙ্কায় ছিলাম, তাকে নিয়ে সিনেমা বানালে আদৌ সেটি মুক্তি দিতে পারব কি না। কারণ, ইতিহাস বলতে গেলে সত্যটাই তুলে ধরতে হবে। সেই সত্যটা মেনে নিতে পারবে কি না, তা নিয়ে ভয়ে ছিলাম। এখন সেই শঙ্কা নেই। মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন নেই।’