চট্টগ্রাম প্রতিনিধি : নুর নবী
মোদির বি তর্কিত পোস্ট, প্রতিবাদে সরকারের বিবৃতি
৫ দেশ গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
(Father or husband-did not wish to be identified: Marzia Ankhi, owner of Mozia Trend)
চট্টগ্রাম প্রতিদিন অনলাইন প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মনির হোসেন। প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এফ রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রতিদিন অনলাইনে "চট্টগ্রামে খাস জমি বন্দোবস্তের ফাঁদ" প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানায় মানবাধিকার কর্মী মনির হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত আকারে বক্তব্য দেন মানবাধিকারকর্মী মো: মনির হোসেন,এসময় তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রকাশিত মাদকের সংবাদ প্রচারের কারণে চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী বিভিন্নভাবে ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে ব্যানার পোস্টারিং ফেসবুকে লেখালেখি চালিয়ে যায়। এরই ধারাবাহিকতাই চট্টগ্রাম স্থানীয় অনলাইন মিডিয়ায় গত ১৭/১২/২৪ ইং তারিখের পত্রিকার "চট্টগ্রামে খাস জমি বন্দোবস্ত্রের ফাঁদ এমন শিরোনামে যে খবর পরিবেশন করা হয়, তাতে আমাকে জড়ানো হয়েছে। প্রকাশিত খবরে আমার যে সম্পৃক্ততা দেখানো হয়েছে তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত, ভিত্তিহীন, অবাস্তব ও কল্পনা প্রসূত আরো উল্লেখ্য থাকে যে, তাদের অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন সময় খানায় জিডি এবং বিভিন্ন প্রশাসনিক দম্বরে অভিযোগ দেয়া হয়।
আমি মনে করি, আমাকে সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে এবং আমার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিয় এমন কারো দ্বারা প্ররোচিত হযে এ ধরণের একটা সংবাদ পরিবেশনের অপপ্রয়াস চালানো হয়েছে। চট্টগ্রাম স্থানীয় অনলাইন মিডিয়ায় কোন রকম যাচাই-বাছাই ও সঠিক তথ্য সংগ্রহের
চেষ্টা ব্যতিরেকে এমন একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ- অভ্যন্ত দুঃখজনক।এ ধরণের সংবাদ প্রকাশের পূর্বে আমার সামাজিক অবস্থান সম্পর্কে ভালভাবে খোঁজ নেয়া উচিৎ ছিল।
উল্লেখ্য যে চট্টগ্রাম স্থানীয় অনলাইন মিডিয়ায় প্রকাশিত খবরের অত্র অঞ্চলের চট্টগ্রামে খাস জমি বন্দোবস্তের ফাঁদ সম্পর্কে যে ভূয়া তথ্য প্রদান করেছে ভাতে রিতিমত আমি বিস্মিত কারন এদের কোনটার সাথেই আমি কোনভাবেই জড়িত নই। এবং শোনলোকন, আর্থিক লেনদেন
তাহলে আপনাদের নিকট আমার প্রশ্ন?করি নাই একজন সংবাদ কর্মী কিভাবে কোন ধরনের তথ্য উপাত্ত ছাড়া মনগড়া নিউজ করে একজন ব্যাক্তি মানসম্মান হানি করে। সুতরাং আমি আবারো এই ধরনের অসত্যমূলক নিউজের বিরুদ্ধে তীর নিন্দা ও
প্রতিবাদ জানাচ্ছি।
এ ধরণের একটি অনৈতিক, অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মত একটি মহৎ পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে আমি মনে করি। আমি আপনাদের প্রকাশিত এই
সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনাদের প্রকাশিত এ সংবাদের ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, আপনার পত্রিকার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধা হবো