আইএফআইসি ব্যাংকের ‘চেক ডিজঅনার’ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করে আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
ফিক্সিংয়ের মামলায় গ্রেপ্তার হয়ে ৪ দিনের রিমান্ডে সাকিবের দলের মালিক
Liton's major decline in ranking, Muminul moved forward
নারীর সম্মান ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে যা বললেন জাতীয় মসজিদের খতিব
আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম বলেন, আইএফআইসি ব্যাংকের রিলেশনশীপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এই মামলা দায়ের করেন।
সেখানে সাকিব আল হাসানের পাশাপাশি তার কোম্পানি আল হাসান অ্যাগ্রো ফার্ম, ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগমকেও আসামি করা হয়।
তিনি বলেন, আজ এ বিষয়ে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।