মোহাম্মদ তারেক রামগঞ্জ প্রতিনিধি
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (VBD) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে রামগঞ্জের ক্যাপসিকাম রেস্টুরেন্ট এন্ড চাইনিজ সেন্টারে *"Civic Engagement and Capacity Building"* শীর্ষক একটি নাগরিক শিক্ষা ট্রেনিং অনুষ্ঠিত হয়।
জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাব্বির
১ খুন লুকাতে আরও ৬ খুন করেন ইরফান
প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা!
এই ট্রেনিংয়ে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন VBD লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক *মোঃ ফয়েজ হোসেন* এবং সহ-সভাপতি *ওয়াজেদ হোসেন ইমন*।
আরো উপস্থিত ছিলেন
রামগঞ্জ এলাকার শিক্ষার্থী ও স্থানীয় ভলান্টিয়াররা
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্বের দক্ষতা উন্নয়ন।
- অংশগ্রহণকারীরা নাগরিক দায়িত্ব, অধিকার, এবং সম্প্রদায় উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
- ট্রেনিংটি স্থানীয় শিক্ষার্থী ও ভলান্টিয়ারদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
এই আয়োজনটি ভলেন্টিয়ার ফর বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের একটি অংশ।