ভোলায় তাবলীগ জামায়াত ও ওলামা মাশায়েখ এর আয়োজনে সাদপন্তীদের নিষিদ্ধের দাবীতে অবস্থান কর্মসূচি সমাবেশে সংবাদ সংগ্রহের সময় সেচ্ছাসেবীদের হামলার শিকার হন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বরিশাল দালানের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিকের নাম মো.ইউনুস শরীফ।তিনি আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও শহীদ জিয়া স্কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সাভারে চলন্ত বাস ও প্রাইভেটকারে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত
আইপিএলে দল না পেয়ে পিএসএলে মুস্তাফিজ
হাসিনা পরিবারের নামেই ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
প্রত্যক্ষ দর্শীরা জানায়, ঢাকার টঙ্গীতে জোবায়ের পন্তীদের হত্যাকান্ডের ঘটনায় সাদ গ্রুপকে নিষিদ্ধ করা ও হত্যার বিচার দাবীতে মঙ্গলবার সকাল থেকে ভোলার শহরে ফুটপাত দখলকরে অবস্থান কর্মসূচি করেন সমাবেশকারীরা।এসময় কিছু মহিলা পথচারী আটকা পড়লে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনুছ শরীফ সমাবেশের দায়িত্বে থাকা সেচ্ছাসেবকদের মহিলা পথচারীদের পথ ছেড়ে দিতে অনুরোধ করেন।
কিন্ত সেচ্ছাসেবীরা পথচারীদের পথ ছাড়তে রাজি না হয়ে ওই সাংবাদিকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। যা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এ সময় পাশে থাকা অপর এক সেচ্ছাসেবী হঠাৎ চড়া হয়ে ওই সাংবাদিকের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করে। আঘাতের সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে।পরে পাশে থাকা অপর সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে পাঠায়। তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন আহমেদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।