Dhaka, মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে গণ-অভ্যুত্থানে অনেক প্রাণ বাঁচতো: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ এএম
Bangla Today News

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত মন্তব্য করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ৫ আগস্টের তিন দিন আগেও যদি সিদ্ধান্ত নেওয়া হত, তাহলেও এত প্রাণ হানি ঘটতো না। একইসঙ্গে অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে সতর্ক করে দেন তিনি।

পুলিশ সদস্যদের ডক্টরেট ডিগ্রি প্রসঙ্গ টেনে ডিএমপি কমিশনার বলেন, ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নাই।

পুলিশের হারানো ইমেজ পেতে সকলকে সেবার পরামর্শদেন এই কর্মকর্তা।

Leave a comment