চট্টগ্রাম প্রতিনিধিঃ নুর নবী
মধ্যরাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর একেখান মোড় হইতে সিটি গেট পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শনিবার দিবাগত রাত এগারোটা হইতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডাক্তার শাহাদাত হোসেনের একান্ত সহকারী মোঃ মারুফ। এ সময় একেখান হইতে সিটি গেট পর্যন্ত একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আকবরশাহ্ থানা ও পাহাড়তলী থানার যৌথ টিম উক্ত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ও পাশাপাশি বিএনপির যুগ্ন আহবায়ক মনজুর আলমের নির্দেশনায় উক্ত উচ্ছেদ অভিযানে অংশ নেন স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতারা। উচ্ছেদের বিষয়ে মেয়রের একান্ত সহকারী মারুফ বলেন এই কার্যক্রম চলমান থাকবে যেখানেই জনদুর্ভোগ সৃষ্টি হবে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মিত হবে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোন আপস নয় এই বিষয়ে মেয়র মহোদয় সর্বদা তৎপর।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা এ সকল অনিয়ম তুলে ধরুন আমরা সর্বদা আপনাদের পাশে
রয়েছি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং তিনি এই অবৈধ স্থাপনার বিষয়ে যিনি নিউজ প্রচার করেছেন তারও প্রশংসাও করেন উপস্থিত সাংবাদিকদের মাঝে।