Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

ধর্ষণের পর শিশু ফাতেমাকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫, ১০:৩৮ পিএম
Bangla Today News

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ির অদুরে ওয়াজ মাহফিলে গেলে বিনা পয়সায় আইসক্রীম খাইয়ে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেয় বিক্রেতা। ঘটনার ২ দিন পর গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পশ্চিম রশুনিয়া গ্রামের মাদরাসা সংলগ্ন পুকুরের কচুরিপানার নীচ থেকে ছাত্রী ফাতেমা আক্তারের (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আইসক্রীম বিক্রেতা সাব্বির খানের (২৫) দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ওই ছাত্রীর লাশ উদ্ধারে সক্ষম হন পুলিশ।

এদিকে, গতকাল শুক্রবার সকালে উপজেলার উত্তর তাঁজপুর গ্রামের ধর্ষক আইসক্রীম বিক্রেতা সাব্বিরের বাড়িতে ব্যাপক ভাংচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধারের খবর জানাজানি হলে সকাল ৮ টার দিকে গ্রামবাসী জড়ো হয়ে ধর্ষকের বাড়িতে ছুটে যায়। এসময় উত্তেজিত গ্রামবাসী ধর্ষকের টিনসেট ভবনের ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

 

ধর্ষনের শিকার নিহত ফাতেমা উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহীদুল ইসলামের মেয়ে ও পশ্চিম রশুনিয়া গ্রামের রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসার প্রথম শ্রেনীর ছাত্রী। ধর্ষক সাব্বির খান একই উপজেলার উত্তর তাঁজপুর গ্রামের নাহিদ খানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাতে পশ্চিম রশুনিয়া গ্রামের রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসা প্রাঙ্গনে ওয়াজ মাহফিলের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। মাহফিল ঘিরে সেখানে বিভিন্ন খাবার সামগ্রীর দোকান বসে। ওইদিন সন্ধ্যায় নিজ বাড়ির অদুরে মাদরাসার ওয়াজ মাহফিলে ছুটে যায় ছাত্রী ফাতেমা। সেখানে তাকে বিক্রেতা সাব্বিরের কাছ থেকে নেওয়া আইসক্রীম খেতে দেখেন তারা। সন্ধ্যা ঘনিয়ে রাত নামেতই ওই মাদরাসা ছাত্রীকে আর মাহফিলসহ আশপাশের কোথাও দেখা পাওয়া যাচ্ছিলো না। এতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করে ওই ছাত্রীর সন্ধান পাননি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন জানান, ওয়াজ মাহফিল থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় পরদিন বুধবার দুপুরে সন্দেহভাজন আইসক্রীম বিক্রেতা সাব্বিরকে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করে। একই দিন নিখোঁজ ছাত্রীর মা বিলকিস বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আইসক্রীম বিক্রেতা সাব্বিরকে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদালতে নেওয়া হয়। থানা হেফাজতে জিজ্ঞাসাবাদে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাতেই তাকে সিরাজদিখান থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় জিজ্ঞাসাবাদে আইসক্রীম বিক্রেতা সাব্বির পুলিশের কাছে ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার লোমহর্ষক বর্ণনা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিক্রেতা সাব্বির জানিয়েছে, সে বিনা পয়সা ওই ছাত্রীকে আইসক্রীম খাওয়ান। এরপর নির্জন স্থানে নিয়ে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করে ছাত্রীর লাশ ওই মাদরাসা সংলগ্ন ব্যাঙ্গ দিঘী নামে পুকুরে ফেলে দেয়।

Leave a comment