Dhaka, মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫

পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৬ পিএম
Bangla Today News

জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে।

আব্দুল্লাহ আন নাহিয়ান বলন, শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র ৮টি প্রোগ্রাম করার কথা বলেছেন। আমরা অনেক আনন্দিত, কারণ তিনি এই ৮টি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতে পঞ্চম প্রোগ্রামটি রেখেছেন। ইতোমধ্যে শায়েখের পিএস প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, শায়েখ (মিজানুর রহমান আজহারী) চতুর্থ মাহফিলটি লালমনিরহাটে করবেন। পঞ্চমটি আমাদের পটুয়াখালীতে করবেন। এর আগে দীর্ঘ দিন পর দেশের ফিরে শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন তিনি। তার দ্বিতীয় মাহফিলটি সিলেটে হবে বলা জানা গেছে। ​​​​​​​

 

 

Leave a comment