মোঃ জাহিদুল ইসলাম
প্রতিনিধিঃ গাইবান্ধা
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা
তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ যেসব জেলা
বাংলাদেশে ভূমিকম্প নিয়ে বড় দুঃসংবাদ
বহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের , নতুন কিছু পাবার , দেখার, জানার আশায় শুরু হয় আবার আমার জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই সপ্ন।
এরই ধারাবাহিতায় গাইবান্ধা সদর উপজেলায় ১১ নং গিদারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী -: ইখলাছুর রহমান পুটু।
১১ নং গিদারী ইউনিয়নের পক্ষ থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে গিদারীবাসি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভকামনা৷ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, নতুন বছর যেন সকলের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, আনন্দ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনে ও প্রত্যেকের জীবনে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।
তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী সবাই দোয়া করবেন, আমি গরীব ও অসহায়দের পাসে থাকতে পারি ইনশাআল্লাহ।
সাফল্যের ধারা অব্যাহত হোক সবার জীবন শুভ নববর্ষ।
এটাই আমাদের নতুন বছরের অঙ্গিকার,শুভ হোক ১১ নং গিদারী ইউনিয়নের বাসীর ।