চট্টগ্রাম নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে তোপের মুখে পড়েছেন প্রান্ত বড়ুয়া নামে এক ‘সমন্বয়ক’। মারধরের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ওই সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখেন। প্রান্ত বড়ুয়া ছাত্র অধিকার পরিষদের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে জানা গেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারি গলিতে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাবিতে আনন্দ মিছিল
প্রতিবেশীর আলমারিতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ, আটক ১
‘২০২৫ সাল শেখ হাসিনাসহ সব বড় অপরাধীদের বিচারের বছর’
একাধিক শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া আইন বিভাগের শিক্ষার্থী। ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে সে সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের এক ছাত্রকে মারধর করেন। বিষয়টি জানাজানির পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরে শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ তানভীর। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আর প্রান্ত বড়ুয়া একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল করিম বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব হয়েছিল। আমরা এবং শিক্ষকরা মিলে বিষয়টি সমাধান করে দিয়েছি। তেমন কোনো ঘটনা না। আর আহত হওয়ারও কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে প্রান্ত বড়ুয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।