ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গেল ৫ আগস্ট থেকে দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন।এবার আদালত আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
শেরপুরে গাছে পেরেক অপসারণ কর্মসূচি পালন
HSC exam starts today, instructions to be followed
পুলিশের নতুন হটলাইন, ১৬ ঘন্টার মধ্যেই ১০৩ নারীর ফোন
নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন—শেখ হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোটবোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।