বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগে। সাবেক সঙ্গীও ঘর বেঁধেছেন। মাঝে কিছুদিন শোনা গিয়েছিল, সংগীত-অভিনয়শিল্পী তাহসান রহমান খানও বিয়ে করেছেন!
তবে সেটা গুজবে পরিণত হতে সময় লাগেনি! হ্যাঁ, এবার সত্যিই বিয়ে করলেন জনপ্রিয় এই তারকা। পাত্রী রোজা আহমেদ। পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে।
সঞ্চয়পত্রের লভ্যাংশ গ্রহণ নিয়ে ইসলামে যা বলা হয়েছে
তাহসানের স্ত্রীকে নিয়ে প্রাক্তনের অভিযোগ, মুখ খুললেন রোজার ভাই
‘মিত্র ছিলেন শত্রু হবেন না’, জামায়াতের উদ্দেশে ফারুক
বিয়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি জানান, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। এছাড়াও মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।
প্রসঙ্গত, প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে।