মাদারীপুরে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থেকে তাদের সেবা-যত্ন করলে পাওয়া যায় সম্মাননা। এ বছর সম্মাননা পেয়েছেন ১২ জন পুত্রবধূ। ব্যতিক্রমী এই আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। শনিবার (৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমির হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা দেওয়া হয়।
পুত্রবধূরা হলেন— সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মরিয়ম অহিদ, রিমা, রাবেয়া আক্তার মুক্তা, সামসুন নাহার, সুরাইয়া আক্তার, সুলতানা রাজিয়া (হাসি), আরিফা আফরোজ অন্তরা, আছমা খাতুন, মিসেস ফারজানা, সাবিকুন্নাহার আক্তার ও লাবণী আক্তার আশা।
জাতীয় Read more from
41.6 percent of young women are married before the age of 18
কলেজে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গ্রেপ্তার
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১৮০ লিটার চোলাইমদ সহ ও সিএনজি আটক
‘পুত্রবধূ ও শ্বশুর-শাশুড়ির ঐকান্তিক অনবদ্য ও চিরায়ত সম্পর্কের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সী, আবৃত্তি সংগঠন মাত্রার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, নিরাপদ চিকিৎসা চাই-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ।