০৫/০১/২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে যশোর ‘ক’ সার্কেল কর্তৃক সময় সকাল ৯:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন বিরামপুর কাজীপাড়া বাবুপাড়া গ্রাম হতে আসামী মোঃ শাহিনুর মোল্লা ওরফে মনি (৩৭) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উক্ত গ্রামের মৃত ওমর আলী মোল্লার ছেলে। একই দিন সময় দুপুর ১:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন নতুনহাট তেঘরিয়া গ্রাম হতে আসামী মোছাঃ নাজমা বেগম (৪২) কে ০১ কেজি গাঁজা সহ আটক করা হয়। আটককৃত আসামী উক্ত গ্রামের মোঃ নজরুল ইসলাম এর স্ত্রী। পৃথক দুটি ঘটনায় পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান ও উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।