Dhaka, সোমবার, জানুয়ারী ২০, ২০২৫

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৩০ এএম
Bangla Today News

লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনে করে ফেরার পথে রাজ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এ ঘটনা ঘটে। 

নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে গিয়ে রাজ ট্রেনে কাটা পড়ে নিহত হয়। তবে দুর্ঘটনার সময় তার সঙ্গে পরিবারের কেউ ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান, রাজ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a comment