Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ভূঞাপুরে নাশকতার মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫২ এএম
Bangla Today News

 

হাদী চকদার টাঙ্গাইল প্রতিনিধি 
 

২৪ এর গণ-অভ্যুত্থানে নাশকতার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী ওরফে আবু রায়হান নামে একজনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিার রাতে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করে ভূঞাপুর থানা পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাসান আলী ছাব্বিশা গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি বর্তমানে পৌর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথেও জরিত থাকতো।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে টাঙ্গাইল সদর থানার ১টি মামলায় রবিবার রাতে পৌরসভার ছাব্বিশা গ্রাম থেকে হাসান আলী ওরফে আবু রায়হানকে গ্রেফতার করা হয়। পরে আজ সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোর্পদ করা হয়।

 

Leave a comment