মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় পরপর কয়েকটি সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।
নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার
শপথ নিলেন নবনিযুক্ত সিইসি ও চার ইসি
(Father or husband-did not wish to be identified: Marzia Ankhi, owner of Mozia Trend)
সোমবার (৬ জানুয়ারী) দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় তাদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান তোলে- ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে।
প্রায় ঘন্টা খানেক পর শিক্ষার্থীরা নকলা থানার সামনে থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের নকলা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং নকলার গুরুত্বপুর্ন পয়েন্টে জেব্রা ক্রসিং, স্প্রিড ব্রেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করার আশ্বাস দেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুতসময়ের মধ্যে এসব করার প্রতিশ্রুতিও দেন তিনি। পরে শিক্ষারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত, শিক্ষার্থী লিমন আহমেদ, মুকিত, সুমাইয়্যা, স্বপ্না, মো.মেহেদি হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।