আবারো খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। এই সেবার ওপর সম্পূরক শুল্ক তিন শতাংশ বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ১০০ টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হবে। আর সরকারের রাজস্ব আয় বাড়বে ১ হাজার কোটি টাকা।
সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে।
সঞ্চয়পত্রের লভ্যাংশ গ্রহণ নিয়ে ইসলামে যা বলা হয়েছে
মায়ের স্পর্শ মায়ের গন্ধ পেলেন তারেক রহমান
টাঙ্গাইলে বাসার সামনে থেকে পুলিশ সুপারের মুঠোফোন ছিনতাই
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ আছে এক শতাংশ। এছাড়াও সিম কর, রাজস্ব ভাগাভাগিসহ অন্যান্য কর মিলিয়ে ১০০ টাকার রিচার্জে সাড়ে ৫৪ টাকা নেয় সরকার।
তবে ছয় মাসের ব্যবধানে মোবাইল ফোনে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারো খরচের বোঝা চাপছে ১৮ কোটি ৮৭ লাখ সিমকার্ডধারীর কাঁধে। তিন শতাংশ বাড়ানো হচ্ছে সম্পূরক শুল্ক।
সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে ১০০ টাকায় ৫৬ টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত ১ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার।
শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেয়া হচ্ছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্যমতে, গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় ৪০ লাখ।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, শুল্ক বাড়ানোর উদ্যোগে মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে। এতে রাজস্ব আরও কমে যেতে পারে।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম। এটি বাড়ানো উচিত নয়।
উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল।