গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাদ অনুসারী প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) আইনজীবী মোহাম্মদ শাহীন হাওলাদার জামিন আবেদনের বিষয়টি গণমাধ্যমকে জানান।
ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, সরকারের উদ্দেশে আওয়ামী লীগ
টাঙ্গাইলে বাসার সামনে থেকে পুলিশ সুপারের মুঠোফোন ছিনতাই
মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের দাম কত বাড়তে পারে, জানা গেল
গত ১৯ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়। মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম নামের এক ব্যক্তি।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন– সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ।