Dhaka, শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫

চবির ডিবেটিং স্কুলের থিমেটিক বিতর্ক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৫, ০৩:২৩ এএম
Bangla Today News

 

চবি প্রতিনিধি

চিটাগং ইউনিভার্সিটি (চবি) স্কুল অব ডিবেট-এর (সিইউএসডি) ১৫তম থিমেটিক বিতর্ক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চবির একে খান আইন অনুষদের মিলনায়তনে এর অরিয়েন্টেশন হয়।

এতে উপস্থিত ছিলেন চবির উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রকিবা নবী, একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান।

এতে সঞ্চালনা করেন যারিন তাসনীম মোরশেদ, মো. নাবিল সাদ ও তাহমিনা আফরোজ। এছাড়া উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকলিমা খাতুন।

এই কর্মশালায় অংশ নিয়েছেন চবির প্রায় ৪০০ শিক্ষার্থী। আগামী এক মাস বিতর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি চলবে।

ড. শহীদুল হক বলেন, বিতর্ক করলে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়ে। কারণ এই দক্ষতাগুলো অর্জন করা ছাড়া ভালো বিতার্কিক হওয়া সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, আমরা এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিচ্ছি। এসব অ্যাক্টিভিটির মধ্যে অন্যতম একটা হলো বিতর্ক। আবার বিতর্ক এক প্রকার শিল্প। সে হিসেবে বিতার্কিকরা একেকজন শিল্পী। বহির্বিশ্বের স্কুল শিক্ষার্থীরা উপস্থাপনায় যেরকম দক্ষ, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেরকম দক্ষ নয়। তবে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থাপনায় দক্ষতা অর্জন করতে পারে।
 

Leave a comment