Liton's major decline in ranking, Muminul moved forward
416 factories may face problems with salary and bonus before Eid: Industrial Zone Police
"I am willing to listen to nonsense if it benefits people", Tamim said about the advertisement
মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি, গাইবান্ধা
আলোর পথে আমরা সংগঠনের পক্ষ থেকে কম্বল পেল শীতার্ত মানুষ, গাইবান্ধা সদর উপজেলা ১১নং গিদারী ইউনিয়ন আনালের ছড়ায় কয়এক জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায়
এসময় উপস্থিত ছিলেন, আলোর পথে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মো:শুভ ইসলাম, সংগঠনের সহ-সভাপতি শাহিন মিয়া অর্থ বিষয়ক সম্পাদক মানিক মিয়া,
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন যুক্তিবাদী, সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা সদর উপজেলায় আলোর পথে আমরা সংগঠনের পক্ষ থেকে কয় জন সুবিধাবঞ্চিত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।আগামীতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শুভ ইসলাম।