Dhaka, রবিবার, জানুয়ারী ১২, ২০২৫

ফেসবুকে পোস্টের জেরে ১০ ক্যাডার কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৫, ১১:১১ এএম
Bangla Today News

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিপরীত মেরুতে অবস্থান করা প্রশাসন ও ২৫ ক্যাডারের ১০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজ নিজ ক্যাডারের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে মূলত তাদের বরখাস্ত করা হয়। 

তবে নিয়ম অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সংগঠনটি বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ ধরনের ব্যবস্থাকে প্রচলিত আইন ও বিধির পরিপন্থি বলে দাবি করছে তারা।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান বলেন, পরিষদ মনে করে বৈষম্যহীন বাংলাদেশ গড়া ও মত প্রকাশের স্বাধীনতার প্রত্যয় নিয়ে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

 এ সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন করায় পরিষদ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জনবান্ধব সিভিল সার্ভিস গঠনসহ বর্তমান সরকার যেসব সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে, তা যথাযথভাবে সম্পন্ন করতে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে পরিষদ।

Leave a comment