জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আশা করছি ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছবে।’
জাতীয় Read more from
খালেদা জিয়াকে হত্যার হুমকিতে মামলা, আসামি শেখ হাসিনা একাই
গুলশানে ১০ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
ঢাকাসহ ৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
সাক্ষাৎকালে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কেও তাকে জানান ড. মুহাম্মদ ইউনূস। এসময় দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের উন্নয়ন এবং সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে সরকারকে সমর্থন করার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমি কোনো ভিন্নমতের কণ্ঠস্বর শুনিনি। সরকার শুধু সহায়কের ভূমিকা পালন করবে। আমার কাজ একটি ঐকমত্য তৈরি করা।’