সমন্বয়ক রাফিকে মেরে ফেলার হুমকি
এবার শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
শিরোপা জিতে কত টাকা পেল ভারত, বাংলাদেশের ঘরে এলো কত
খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ জানুয়ারি, ৮ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দিক বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান পরীক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, শাখা প্রধান (প্রশাসন) ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান, শাখা প্রধান (এস্টেট) এস এম মোহাম্মদ আলী এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, খুলনা রেঞ্জ পুলিশের এসপি মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আনোয়ার হোসেন খান, র্যাব-৬ এর ডিএডি খন্দকার মাহবুব, এনএসআই খুলনার সহকারী পরিচালক এ কে এম শাহীন ইকবাল, ডিজিএফআই’র পরিদর্শক শহিদুল ইসলাম, সিএসবির পুলিশ পরিদর্শক তাপস রায় চৌধুুরী, ট্রাফিক ইন্সপেক্টর তপন কুমার মজুমদার, সিআইডি খুলনার ইন্সপেক্টর জিয়াউর রহমান, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার, লবণচরা থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী, ডিবি ইন্সপেক্টর মিজানুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।