ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক।
মাগুরার সেই শিশুর বুকে বসানো হলো টিউব
শিরোপা জিতে কত টাকা পেল ভারত, বাংলাদেশের ঘরে এলো কত
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।
বুধবার সকালে তারুণ্যের তরুণত্বকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়ন সাধিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল ভূমিকা গ্রহন করতে হবে। কচিকাঁচাদের মেধাকে এখন থেকেই কাজে লাগাতে হবে। শৈশব, কিশোর থেকেই প্রত্যেক শিশুদের মেধা বিকাশের সময়। ওই সময় তাদেরকে পরিপূর্ন শিক্ষা দেওয়া গেলেই আগামীতে ভালো কিছু সমাজ ও দেশ ফেরত পাবে। পরিস্কার পরিচ্ছন্নতা প্রত্যেকে পরিবার থেকেই শিক্ষা গ্রহন করে থাকে। সমাজে না না পেশার মানুষ বসবাস করছে। সবাই নিজ স্থান থেকে পরিচ্ছন্নতা থাকার অভ্যাস করতে হবে। তাহলে দেশ এমনিতে বদলে যাবে। এছাড়া দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক দেশের প্রাণ। তাদের মাধ্যমে সমাজ ও দেশের অনেক কিছু আশা করে। তদুপরি জ্ঞান অর্জনসহ বিভিদ তথ্য ঘরে বসে পাওয়া যায় বলে বক্তব্য দেন ইউএনও জান্নতুল ফেরদৌস।
ওই সময় সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, কৃষি অফিসার আল মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সরওয়াদ্দিন একমত পোষণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠান শেষে উপজেলা সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউএনও। সভায় ৫৩তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে প্রস্তুতী মূলক আলোচান করা হয়। অপরদিকে পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে চারঘাট পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে যোগদেন। চারঘাট পৌরসভার পৌর নবর্িাহী কর্মকর্তা মোবারক হোসেন এর নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারী উপজেলা পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে কর্মসূচী শুরু করেন।