মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।
আদালত কক্ষে শুনানির ফাঁকে কাঠগড়ায় দাঁড়িয়ে কামাল মজুমদার তার আইনজীবীর কাছে চকলেট চেয়ে বসেন। পরে একজন আইনজীবী সাদা কাগজের ব্যাগে চকলেট আনলেও নিরাপত্তারক্ষীদের বাধার মুখে সেটি তখন দেওয়া সম্ভব হয়নি। তবে শুনানি শেষে হাজতখানায় ফেরার সময় তাকে চকলেট সরবরাহ করা হয় বলে জানা গেছে।
জাতীয় Read more from
Announcement of closure of educational institutions in 5 districts of the country including Dhaka
550 BRTC buses plying in Dhaka will be added to the Eid service
বাঙ্গালহালিয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি দোকানকে ৬ হাজার অর্থ দন্ধ জরিমানা।
কামাল মজুমদারের আইনজীবী আল ইমরান (মুকুল) জানান, তার মক্কেলের চকলেট খুব প্রিয়, এবং মাঝে মাঝে তার সুগার লেভেল কমে যায়। এ কারণেই তিনি চকলেট চেয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, আদালতের অনুমতি ছাড়া আসামিকে কোনো খাবার সরবরাহ বেআইনি। এমন ঘটনা ঘটলে এটি আইনগতভাবে পর্যালোচনা করা উচিত।