Dhaka, সোমবার, মার্চ ১০, ২০২৫

বাংলাদেশে চলমান  ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শেরপুরে  মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৬:১১ পিএম
Bangla Today News

 

মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি : সারাদেশে চলমান ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুর ২টায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার  আয়োজনে শহরের নিউমার্কেট চত্বরে শুরু হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড় চত্বরে এসে শেষ হয়। আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদী জনতা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মানববন্ধনে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন রাজু, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম,
সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক সাজ্জাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এ এম আব্দুল ওয়াদুদ, এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, "ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব করা যাবে না। প্রয়োজনে আইন সংস্কার করে দ্রুততম সময়ে রায় কার্যকর করতে হবে।"

মানববন্ধনে সংগঠনের সদস্য সহ সাধারণ জনতা অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a comment