আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে এবার মুখ খুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার ছাড়া কিছুই নয়।
আজ বুধবার (২৯ জানুয়ারি) জুলাই আন্দোলনে শহীদ আহনাফের বাসায় বিএনপি পরিবারের পক্ষ থেকে গিয়ে তিনি এ কথা বলেন।
জাতীয় Read more from
AstraZeneca is withdrawing the vaccine, the country will look into the side effects of those taking the vaccine
সড়কে প্রাণ গেল ২ এইচএসসি পরীক্ষার্থীর, একজনের অবস্থা আশঙ্কাজনক
অন্তর্বর্তী সরকারের কারও নামে কোনো স্থাপনা হবে না
এসময় রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। সে দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না।