জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহি মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদে খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে লিফলেট বিতরণ
রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের সড়ক অবরোধ-বিক্ষোভ
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন মার্কিন গোয়েন্দাপ্রধান
শাহাদাহ পাঠের আগে দেব চৌধুরী বলেন, ‘আমি নিজ উদ্যোগে মুসলিম হচ্ছি আজ। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে ৩ টা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে।’
শাহাদাহ পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।