Dhaka, রবিবার, মার্চ ৯, ২০২৫

সামাজিক সংগঠন আগুয়ান ৭১ কর্তৃক, খুলনা নাগরিক কমিটি কে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৬ পিএম
Bangla Today News

খুলনা প্রতিনিধি 


খুলনায় একুশে বইমেলায় দেওয়াল লিখনি কে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়।  সংবাদ সম্মেলন কারীর ভাষ্যমতে বইমেলা প্রাঙ্গণের একটি দেওয়ালে  নগ্ন চিত্র ও ব্যঙ্গাত্মক শব্দ লিখোনির প্রতিবাদ করায় আগুয়ান ৭১ কর্তৃক লাঞ্ছিত হয় 

শাহাদাত বাবুল । ঘটনাস্থলে বাক বিতান্ডার সৃষ্টি হলে সেখানে অবস্থানরত খুলনা নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল প্রাথমিকভাবে ঘটনাটির সুরাহা করে দেয়। পরবর্তীতে রাত আনুমানিক ১১ ঘটিকায় আগুয়ান ৭১ সংগঠন কর্তৃক।

পরবর্তীতে রাত আনুমানিক ১১ ঘটিকায় আগুয়ান ৭১ সংগঠন কর্তৃক।  খুলনা নাগরিক কমিটিকে হেয় প্রতিপন্ন করে,  সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার ছড়ানো হয় খুলনা নাগরিক কমিটির বিরুদ্ধে। 


শাহাদাত বাবুল  আরো বলেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের দিয়েই নাগরিক কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে হেয় প্রতিপন্ন করে কোন কথা বলা হলে সেটা অভুত্থানকে ছোট করা হয়। 

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে কোনরকম অপপ্রচার দেশের মানুষ মেনে নেবে না।

Leave a comment