Dhaka, সোমবার, মার্চ ১০, ২০২৫

চিটাগাংয়ের আক্ষেপ ঘুচবে নাকি ফের চ্যাম্পিয়ন বরিশাল

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২১ এএম
Bangla Today News

বছর ঘুরে আবারও এক মেগা ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মুখোমুখি চমক দেখানো চিটাগাং কিংস আর গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

আসর জুড়ে দাপট দেখানো চট্টলা বাহিনী তাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে ট্রফির আক্ষেপ ঘুচাতে চায়। অপর দিকে তামিমের নেতৃত্বে লঞ্চে চাপিয়ে আবারও কীর্তনখোলা পাড়ে শিরোপা ফেরাতে চান টিম বরিশাল।

যদিও ম্যাচের আগে অনুশীলন না করা চিটাগাং ভরসা রাখছে নিজেদের সামর্থ্যে। মিরপুরের শের-ই-বাংলায় হাইভোল্টেজ ফাইনাল শুরু আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়।

দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ফরচুন বরিশালের। যদিও ঘরের শত্রু বিভীষণ নয় তামিম ইকবাল। চট্টলার ছেলে গত দুইবার ধরে বরিশালের কাপ্তান। কর্ণফুলী পাড়ের দলটার হৃদয় ভাঙার দায়িত্বটা নিতে হবে তাকেই। বিপিএলের ফাইনালে কখনোই না হারা খান সাহেব ফাইনালের আগে দীর্ঘসময় ব্যাটে শানও দিয়েছেন।

মালান, মায়ার্স, নিশাম, নবী, ফুলার, মোহাম্মদ আলী। এখান থেকে চার বিদেশি নির্বাচনেও কঠিন চ্যালেঞ্জ। তবে বরিশালের শক্তি মাঠের সমর্থন।

বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগাং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপপর্ব হোক বা কোয়ালিফাই, সবসময় দর্শক ছিল বরিশালের। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি।

তিনি আরও বলেন, একেকটা দলের আলাদা ফ্যানবেজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় (গতবার) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করে তাহলে অবশ্যই (যাব)।

তারকার ভারে ভেঙে পড়ার নজির হরহামেশাই দেখা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাই দলের সবাইকে দায়িত্ব নিতে বললেন বরিশাল অধিনায়ক। ফাইনালে ঘিরে ভিন্ন কোনো পরিকল্পনাও নেই তামিমের।

তামিম ইকবাল বলেছেন, আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।

টানা ম্যাচ থাকায় বিশ্রামের সময় পায়নি চিটাগাং কিংস। আসরে জুড়ে নানা ঘটনায় বিতর্ক এড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এক যুগ পর বিপিএলে ফিরে নিজেদের দ্বিতীয় ফাইনালে নামবে কিংস। কোয়ালিফায়ারের মোমেন্টাম ধরে রেখে শিরোপা জিততে চায় বন্দরনগরীর দলটা।

চিটাগাং কিংসের কোচ শন টেইট বলেন, আমি আত্মবিশ্বাসী। লড়াইটা ফিফটি ফিফটি হবে। বরিশাল শক্তিশালী দল আমরা তাদের সমীহ করছি। তবে এতো কাছে এসে হতাশা নিয়ে ফিরতে চাই না।

উল্লেখ্য, ফাইনালের আগে দু'দলের তিন দেখায় চিটাগাং হেরেছে দু'বার। কিন্তু এসব পরিসংখ্যান কে মনে রাখে। তাইতো শুধু শেষটা রাঙানোর স্বপ্ন।

Leave a comment