Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

সাকিব-মাশরাফিকে স্মরণ করে বিদায়ী সংবর্ধনায় যা বললেন তামিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪৪ পিএম
Bangla Today News

কয়েকদিন আগেই দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। ওই মুহূর্তেই নিজেদের দেশসেরা এই ওপেনারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার চূড়ান্ত আশার প্রদীপটি নিভে যায়। বিপিএলের একাদশ আসরের মাঝপথে তামিম আচমকা এই সিদ্ধান্ত জানানোর পর আজ (শুক্রবার) তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি। যেখানে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন তামিম। 

 

তার হাতেই উঠেছে বিপিএলের একাদশ আসরের শিরোপা। চিটাগাং কিংসের বিপক্ষে আজ বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের হাইভোল্টেজ এই ম্যাচ শেষেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছিল বিসিবি। বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট।

পরবর্তীতে দেশের ক্রিকেটভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, কোনো মাশরাফিয়ান নেই। শুধু একটা জিনিস আছে, আর সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়, দয়া করে এসব (নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হওয়া) বন্ধ করুন। এটাই আমার শেষ কথা।’

কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত না হয়ে বাংলাদেশকেই সমর্থন দেওয়ার আহবান জানালেন ব্যাটিংয়ে লাল-সবুজ জার্সিতে অসংখ্য রেকর্ডের মালিক, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত। কিন্তু যখন দল খেলবে, তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।’

Leave a comment