Dhaka, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

পদোন্নতি পেলেন ‘বঞ্চিত’ ৭৬৪ কর্মকর্তা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৩ পিএম
Bangla Today News

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়াদের মধ্যে সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এদিকে, আওয়ামী লীগ সরকারের সময় পদ-পদবি ও পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিকার পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার সময় ছিল। পরে আরো তিন দিন সময় বাড়নো হয়। এ সময়ে কমিটি ১৫৪০ জনের মতো আবেদন পায়। তা যাচাই-বাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ-সুবিধা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে।

Leave a comment