জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন কাফি।
দৌলতদিয়া যৌনপল্লীর শীর্ষ মাদক ব্যবসায়ী ঝুমুর গ্রেপ্তার
Shakib Khan wished his son on his birthday
ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল
এ কনটেন্ট ক্রিয়েটর স্ট্যাটাসে লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্না-ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে।
উল্ল্যেখ্য, ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন কাফি। বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করেন তিনি। তার ভিডিওগুলোয় হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সময়ের সংকটময় পরিস্থিতিসহ অসামঞ্জস্য, অসংগতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ থাকে।
এর আগে বইও লিখেছেন তিনি। যা এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। কিন্তু মেলার শুরুর দিক থেকে বিভিন্ন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন। গত ১১ ফেব্রুয়ারি এক ভিডিওতে এ নিয়ে দুঃখও প্রকাশ করেন তিনি।
কনটেন্ট ক্রিয়েটর কাফি বলেন, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যেভাবে পারছেন সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইল ফোনে একটি মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন। বলা হচ্ছে, জড়াজড়ি করছে কাফি। আরে ভাই, এটা ভ্যালেনটাইনস ডে উপলক্ষে একটি নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে ভুল বুঝাচ্ছেন মানুষকে।
কাফি আরও বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি। সেটি নিয়ে এতদূর আসার কথা নয়। এরপরও আমি আমার জায়গা থেকে সরি বলেছি। আমি এখনো সরি বলছি। বইমেলার মতো এমন জায়গায় হাত ধরা ঠিক হয়নি।