Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

দৌলতদিয়া যৌনপল্লীর শীর্ষ মাদক ব্যবসায়ী ঝুমুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ১২:৪৮ পিএম
Bangla Today News

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযানে ২টি রয়েল ডাচ বিয়ার ও একটি বিদেশী মদের বোতলসহ দৌলতদিয়া যৌনপল্লীর শীর্ষ মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং এর নিচ তলার ৭নং রুমের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ঝুমুর বেগম (৪২) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডলের গ্রামের মৃত সোনাই শেখের মেয়ে ও সাবেক দৌলতদিয়া ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরের স্ত্রী।

জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিম সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং এর নিচ তলার ৭নম্বর রুমের ভিতর থেকে ঝুমুর বেগমকে ২টি রয়েল ডাচ বিয়ার ও একটি বিদেশী মদের বোতলসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বর'কে জানান, ঝুমুর শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল। তৎকালীন সময়ে গত ৫ই আগস্টের পূর্ববর্তী পর্যন্ত সে পুরো গোয়ালন্দে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক ব্যবসা পরিচালিত করতো। ৫ই আগস্টের পরবর্তী সময়েও সে এই ব্যবসাটি গোপনে ধরে রাখার চেষ্টা করছে। তার‌ই ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে তার বোর্ডিং এ অবস্থান করছে তার নিজ ৭নম্বর রুমের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি মানব পাচার মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আজ দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a comment