Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৮ পিএম
Bangla Today News

ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা চালিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শুরু করেছে ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে এই প্রচারণা প্রথম দেখা যায়।

 

হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে। #banawamilegue।’

 

কিছুক্ষণ পর আরেক পোস্টে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’ পরে বিকেল ৫টার দিকে ‘#banAwamileague’ লিখে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ।

 

হাসনাতের পর একই পোস্ট দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে।

 

এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদসহ আরও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘#banAwamileague’ পোস্ট করেছেন।



 

Leave a comment