Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫

রাঙ্গাবালীতে শ্রমিকলীগ নেতা‌কে মারধর ক‌রে পু‌লি‌শে দি‌লে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৫ পিএম
Bangla Today News

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপ‌জেলা শ্রমিকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ রাহাত শিকদার‌কে মারধর ক‌রে পু‌লি‌শে সোপার্দ ক‌রে‌ছে স্থানীয়রা। গতকাল রা‌তে উপ‌জেলার বা‌হেরচর এলাকায় এ ঘটনা ঘ‌টে। রাহাত‌কে অপা‌রেশন ডে‌ভিল হা‌ন্টে আটক দে‌খি‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌চ্ছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন রাঙ্গাবালী থানার ও‌সি এমারৎ হো‌সেন। 
তি‌নি জানান, গতকাল রা‌তে আমা‌দের কা‌ছে খবর আ‌সে যে রাহাত না‌মে শ্রমিকলী‌গের এক‌নেতা‌কে স্থানীয়রা ধ‌রে মারধর কর‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ সেখা‌নে গে‌লে স্থানীয়রা রাহাত‌কে পু‌লি‌শের কা‌ছে দি‌য়ে দেয়। 
স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বিগত ক‌য়েক বছর উপ‌জেলার বি‌ভিন্ন চর ও মা‌ছের ঘের দখল দা‌রি‌ত্বের নেপ‌থ্যে ছিল রাহাত শিকদার।  গতকাল রা‌তে উপ‌জেলা সদ‌রে রাহাত‌কে পে‌য়ে তা‌কে আট‌কি‌য়ে মারধর ক‌রে পু‌লি‌শে সোপার্দ ক‌রে।
 

Leave a comment