বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে শোকজ করা হয়েছে পাঁচজনকে। মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বহিষ্কার ও শোকজ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তা ও সারজিস সাধারণ সম্পাদক হলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের
সাবেক আইজিপিকে মানবতাবিরোধী মামলায় জিজ্ঞাসাবাদ
ঢাকাসহ ৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
বহিষ্কৃতরা হলেন, যুগ্ম আহবায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ ও রাতুল রায়হান।
শোকজপ্রাপ্তরা হলেন, জেলা শাখার সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন, সদস্য আমির হামজা, কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী ও যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন।
জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বলা হয়, অভিযোগের বিষয়ে মঙ্গলবার এক জরুরি সভার আয়োজন করা হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।