তারাবির নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের। রবিবার (২ মার্চ) থেকে সিয়াম (রোজা) পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার (১ মার্চ) রাতে প্রথম রোজার তারাবির নামাজ আদায় করার জন্য রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিরা জমায়েত হন।
Mustafiz gifted signed jersey by Dhoni before leaving Chennai Super Kings for national team duties
Flash floods devastate 4 districts in Ctg division, over 100 villages submerged
প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেখা গেছে তিল ধারণের ঠাঁই নেই।
পাজামা-পাঞ্জাবি পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন মুসল্লিরা। জামাতে এশার সালাত আদায়ের পর তারাবির নামাজ পড়া শুরু করেন তারা।
রাজধানীর মহাখালীর মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে তারাবির নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এই মসজিদে মহিলা মুসল্লিদের পৃথক নামাজ ঘরেও প্রচুর মুসল্লির সমাগম ঘটে।
এদিকে প্রতিবছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রমজানের ছয় দিন কোরআন মাজিদের দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করা হবে।
আলেমরা জানান, দীর্ঘ ১১ মাসের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় রমজান। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবনধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়।
রমজান হলো ইবাদতের বসন্তকাল।
আল্লাহপাক ইবাদতপাগল বান্দাদের ক্ষমা করার জন্য সব আয়োজন করে রাখেন। এ মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় ৭০টি ফরজ আমলের সমপরিমাণ।