Dhaka, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আবাসিক হোটেলে আগুনে ৪ জনের মৃত্যু, যা বলছে ফায়ার সার্ভিস

Md Jahid

Md Jahid

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫, ১২:৪১ পিএম
Bangla Today News

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ৬ জন পুরুষ বলে জানিয়েছে তারা।

উদ্ধার কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, সোমবার (৩ মার্চ) বেলা ১২টা ১৭ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আবাসিক হোটেলে যারা ছিলো তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজউকের নিয়ম মেনে বিল্ডিং তৈরি করা হয়নি৷ ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না।

এর আগে দুপুর ১২টা ১৭ মিনিটে আগুনের খবর পেয়ে বারিধারা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪ মিনিটে। উদ্ধার অভিযানে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, নিহতদের লাশ ৬ তলার ভেতর বিভিন্ন স্থানে পাওয়া যায়, যার মধ্যে একটি বাথরুমের ভেতর এবং তিনটি সিঁড়ির গোঁড়ায় ছিল। তবে সিঁড়ির দরজা তালা মারা ছিল ফলে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে।

Leave a comment