Dhaka, রবিবার, মার্চ ৯, ২০২৫

কারও জোটে নয়, নিজেরাই জোট করবে এনসিপি

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৫, ০৯:৪৬ এএম
Bangla Today News

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্য কারও জোটে না যাওয়ার বিষয়টি পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নেতাদের দাবি, নির্বাচনের আগে অন্য কোনো দলের নেতৃত্বে নয়, বরং তাদের নেতৃত্বেই নতুন জোট গঠন করা হবে।

আজ বুধবার (৫ মার্চ) নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

আগামী ঈদের পর নিবন্ধনের জন্য আবেদন করা হবে জানিয়ে সারোয়ার তুষার বলেন, আমরা অন্য কোনো দলের নেতৃত্বে নয়, আমাদের নেতৃত্বে বিভিন্ন দল জোট করবে। কেননা আমরা নিজেরাই আলাদা সেন্টার হতে চাই। আমাদের নতুন দলটির বিস্তৃতি সারা দেশে ঘটাতে হবে। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে সক্ষম। আমরা তিনশ’ আসনেই প্রার্থী দিতে চাই। তরুণ প্রজন্ম সেই চাপ নিতে প্রস্তুত।

তার দাবি, এখন পর্যন্ত যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা জনগণের ভাগ্যে যে গুণগত পরিবর্তন আনতে হবে তাতে তারা ব্যর্থ। আর সবসময় তাদের হাত ধরেই সব অনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। 

 

 

একদিনের জন্যও যেন দেশে কোনো অনির্বাচিত সরকার না থাকে। এটাই আমাদের এজেন্ডা জানিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল আসার পর থেকে অন্য রাজনৈতিক দলগুলোর ভাষা বদলে গেছে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক।

এ দিকে দলের প্রতীক নিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলাপের মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হবে। বিশেষত শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত থাকে যেমন- দোয়াত, কলম, বই এগুলো নিয়ে আলাপ হয়েছে। আবার বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত যেমন– মুষ্টিবধ্য হাতের প্রতীকও আলোচনায় এসেছে। তাই এটা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে আলাপ চলছে।

আমরা মূলত ভোট-কেন্দ্রিক রাজনীতি করতে চাই না। এটি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামিল নয় বলেও জানিয়েছেন সামান্তা শারমিন।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। মূলত এরপর থেকেই গোটা দেশে দলটিকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

Leave a comment