Dhaka, সোমবার, মার্চ ১০, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৪:৫১ পিএম
Bangla Today News

 


আব্দুল মান্নানঃ কলাপাড়া প্রতিনিধি 


পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কলপাড়া থানা পুলিশ।



শনিবার (৮ মার্চ) সকালে পটুয়াখালী  জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা এলাকা থেকে অভিযুক্ত এনছান মৃধা ওরফে গেদু (৬৫) আটক করা হয়।

 

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটি অভিযুক্ত এনছান মৃধার গাছ থেকে বড়ই কুড়াতে গেলে সে তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটির সঙ্গে অসদাচরণ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিশুটি সেখান থেকে পালিয়ে যায়।

 

প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখে। তবে ঘটনার পর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে (৬ মার্চ) বৃহস্পতিবার তাকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসার পরও স্বাভাবিক না হওয়ায় পরদিন আবারও হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এনছান মৃধাকে গ্রেপ্তার করে।

 

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত এনছান মৃধাকে গ্রেফতারের পর আদালতে প্রেরন করা হয়েছে।
 

Leave a comment