Dhaka, মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

শিশুকে ধর্ষণের খবর শুনে এবার বাবার মৃত্যু

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৬:১৮ পিএম
Bangla Today News

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশা বনমথুরা গ্রামে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের (বানিয়াচং সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

তিনি জানান, এ ঘটনায় মেয়েটির নানি সোমবার (১০ মার্চ) বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ভিকটিমের মামা মুমিন মিয়া জানান, তার ভগ্নিপতি (৫০) বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার বিকালে তার মেয়ের এই ঘটনা শোনার পর থেকে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সোমবার বেলা ১১টার দিকে মারা যান।

পুলিশ কর্মকর্তা প্রবাস কুমার সিংহ বলেন, ‘ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় জেলা সদর আধুনিক হাসপাতালে। আটকরা অপ্রাপ্ত বয়স্ক বলে তাদের নাম প্রকাশ করা হলো না।’ তিনি জানান, গত ৯ মার্চ বিকালে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তাকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের মুক্তা গাছের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশু ধর্ষণের ঘটনায় আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a comment