Dhaka, শনিবার, মার্চ ১৫, ২০২৫

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু মৃত্যুতে পরিবারে শোকের মাতম

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫, ০৬:০৪ এএম
Bangla Today News

মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটি আজ মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। গত ৬ মার্চ দুলাভাই বাড়িতে বেড়াতে এসে রাতে ধর্ষণের শিকার হয় সে।

অসুস্থ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শিশুটি মারা যায়।

 

এঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ভুক্তভোগী শিশুটির বোনের স্বামী, শশুর শাশুড়ি ও ভাসুরকে। আসামিদের মধ্যে প্রধান আসামি বোনের শশুরকে সাত দিন ও অপর তিনজনকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।

আট বছরের শিশু আছিয়ার মৃত্যুর খবরে আছিয়ার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরে চলছে শোকের মাতম। শোকাহত পরিবার ও প্রতিবেশী তথা মাগুরাবাসী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a comment