Dhaka, শনিবার, মার্চ ১৫, ২০২৫

ঝিনাইগাতীতে মহিলা আওয়ামী'লীগ নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০২:৫৩ এএম
Bangla Today News

 

মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে আজ শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা-পুলিশ। গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা রুপালি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে।

পুলিশ জানায়, আয়শা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাঁকে পুলিশ আজ ভোরে তেঁতুলতলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

Leave a comment