মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি, গাইবান্ধা
Nor'wester accompanied by hailstorm, lightning awakens Dhaka dwellers late at night
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন
পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে হৃদয় মিয়া(২৫)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ মার্চ শনিবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হৃদয় ঐ গ্রামের আনারুল ইসলামের ছেলে।
এলাকা বাসী সুত্রে জানা গেছে, হৃদয় মিয়া প্রায় অর্ধমাস আগে তার বন্ধুর স্ত্রী লামিয়াকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসেন। পরে লামিয়া জানতে পারে তার আগেও একটি বউ আছে এরপর থেকেই বাবার বাড়ীতে ফিরে যেতে চায় লামিয়া,এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হয়। গেলো রাতে আবারও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। সকালে লামিয়ার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে দেখতে পায় হৃদয়ের মরদেহ পড়ে আছে।
লামিয়া জানান,আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে।আমার আগের স্বামী-সন্তান আছে। কাল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় গলায় ফাঁসি দেয়ার চেষ্টা করেছিল আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম। তবে পরে আবর কখন দিয়েছে বুঝতে পারিনি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান,হৃদয়ের স্ত্রী ও পরিবারের লোকজন থানায় এসেছে,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।