বহুদিন ধরেই বাবা হওয়ার স্বপ্ন দেখছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে সব ইচ্ছে যে পূরণ হয় না, সেটি তাকে বুঝে নিতে হচ্ছে। তবে স্ত্রী নয়, ভাইজানের চাই শুধু সন্তান।
এক সাক্ষাৎকারে সালমান জানালেন, সন্তান লাভের তীব্র ইচ্ছা থাকলেও এক বাধার কারণে বাবা হতে পারবেন না ভাইজান। সেই বাধাটি হলো ভারতের কিছু আইন।
জাতীয় Read more from
নিজ এলাকা গ্রীন এন্ড ক্লিন রাখতে প্রশাসনের উদ্ব্যোগ
Shakib Khan wished his son on his birthday
বাউফলে তরমুজের ট্রলার ডাকাতি, আহত ৯
সালমান বলেন, আমি সত্যিই বাবা হতে চেয়েছিলাম। তবে ভারতীয় আইনের জন্য সেটা সম্ভব হচ্ছে না। করণের উদাহরণ টেনে যখন প্রশ্ন ওঠে, তিনি তো সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। তিনি জানান, আমি চেষ্টা করেছিলাম। তবে করণের সময়কার আইন হয়ত বদলে গেছে। আমি খুব ভাললোবাসি বাচ্চাদের। কিন্তু জানি, বাচ্চার সঙ্গে তার মা-ও আসবে। যদিও আমাদের বাড়িতে মায়ের অভাব নেই!
সালমান খানের জীবনে বিয়ে না আসলেও এসেছে একাধিক প্রেম। ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ অনেকের নামই জড়িয়েছে। আবার সঙ্গীতা বিজলানির সঙ্গে তো প্রায় বিয়ে হয়ে যাচ্ছিল, কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে সে সম্পর্ক ভেঙে দেন সালমান খান।